করোনা কোপে শূন্য তিস্তা পাড়ের পিকনিক স্পট

এনএফবি,জলপাইগুড়িঃ

নতুন বছরের দ্বিতীয় রবিবারে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ের পিকনিক স্পট গুলো কার্যত জনশূন্য ছিল ৷ জেলা প্রশাসন করোনার তৃতীয় ঢেউকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিধি নিষেধের মধ্যে জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে পিকনিক করাও নিষিদ্ধ ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী আজ রবিবার ১ এবং ২ পাড় গুলিতে প্রায় কাউকেই পিকনিক করতে দেখা যায়নি । জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে কিছু মানুষকে দেখা গেলেও তারা বনভোজন না করে শুধু বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন ।নীচা আগারওয়াল নামক ঘুরতে আসা এক স্থানীয় বাসিন্দা জানান, “বাড়িতে বন্দী অবস্থায় থেকে থেকে একঘেঁয়েমিতা কাটাতে নতুন বছরের এই সময়ে একটু ঘুরতে এসেছি।”

নীচা আগারওয়াল, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

তবুও প্রশাসনের নজরদারি এড়িয়ে কিছু কিছু মানুষকে হাঁড়ি কড়াই নিয়ে যেতে দেখা যায় তিস্তা নদীর দূরের পাড় গুলিতে৷

নিজস্ব চিত্র