এনএফবি, কলকাতাঃ
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সমিতির সভাপতি নির্বাচিত হলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। দীর্ঘদিন এই পদের দায়িত্ব পালন করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণের পর এতদিন ফাঁকাই ছিল পদটি।
রঞ্জিত মল্লিকের পাশাপাশি কার্যকরী সভাপতি হয়েছেন জীতেন্দ্র মদনানি( জিৎ)। সহ-সভাপতি সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিত আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক দিগন্ত বাগচী এবং অঙ্কুশ হাজরা। ফোরামের সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী এবং রানা মিত্র। কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী, সহকারী কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়। কার্যকরী সমিতির সদস্য পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, শঙ্কর চক্রবর্তী এবং পায়েল দে।
মহামারি পরিস্থিতিতে কার্যকরী সমিতি নির্বাচনে প্যানেল ভোটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যদের কাছে সেই অনুযায়ী প্যানেলের প্রস্তাব চাওয়া হয়। ফোরাম সদস্য সোহান বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত এবং দিগন্ত বাগচীর সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আর কোনও প্যানেল নির্দিষ্ট সময়ে জমা না পড়ায় সেই প্যানেলটিকেই জয়ী বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, টলিপাড়ার এই সংস্থা শিল্পীদের সবার্থে কাজ করে। চলতি বছরের আগষ্ট মাসে সংস্থা পা দেবে রজত জয়ন্তী বর্ষে।