স্থানীয়

ঘরের অভাবে বারান্দাই হয়েছে শ্রেণীকক্ষ, উদাসীন প্রশাসন

এনএফবি,বহরমপুরঃ

ঘরের অভাবে ছাত্রীদের নিয়ে বারান্দায় ক্লাস হচ্ছে বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার ৫ নং মহারাণী কাশীশ্বরী নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের (সদর পূর্ব চক্র) পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০০ জন। স্কুলের ঘর কম থাকায় ছাত্রীদেরকে খোলা বারান্দায় বসে পড়াশোনা করতে হয়। স্কুলের শিক্ষক সংখ্যা ১৭ জন। অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রীদের পড়াশোনায় মন বসে না এবং মাঝে মাঝে কিছু ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়লে, অভিভাবকদের স্কুলে ডেকে সেইসব ছাত্রীকে বাড়ি পাঠানো হয়। স্কুলে বেঞ্চের অভাবে ছাত্রীরা দেওয়ালে খাতা রেখে অংক করে। ক্লাস রুম থেকে বের হওয়ার রাস্তায় মেঝেতে বসে ক্লাস করতে হয় ছাত্রীদের। একই ক্লাসের কিছু ছাত্রীকে ঘরে বসে একজন শিক্ষিকা পড়ান এবং কিছু ছাত্রীকে বাইরে বসিয়ে আর একজন শিক্ষিকা পড়ান। ফলে সমস্যায় পড়তে হয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। এমন কি খুব গরমে ও খুব বৃষ্টিতে বারান্দায় বসে থাকা ছাত্রীদের গরম সহ্য করতে হয় এবং বৃষ্টিতে ভিজতে হয়।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ মুখার্জি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা সংসদে, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এবং বহরমপুর পুরসভা সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্কুলের সমস্যা সমাধানের জন্য আবেদন করেও কোন সুরাহা হয়নি। স্কুলের সহ শিক্ষিকা সোমা ভট্টাচার্য জানিয়েছেন, প্রতি ক্লাসে প্রায় ১৪০ জন করে ছাত্রী আছে। ছাত্রী ভর্তির সময় বিভিন্ন আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের অনুরোধে রাখতে গিয়ে ছাত্রী সংখ্যা এবার ২০০ থেকে ২৫০ বেড়ে গেছে। ফলে সমস্যা আরও বেড়েছে। কিন্তু এখন আমরা বাড়তি ক্লাস ঘরের জন্য অনুরোধ করলেও কেউ কোন ভাবে কর্ণপাত করছেন না। অভিভাবকরাও জানিয়েছেন ক্লাস ঘরের সমস্যা থাকাই আমাদের বাচ্চাদের মাটিতে বসেই পড়াশোনা করতে হয়। সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে সবাই উপকৃত হতো।