এনএফবি, কলকাতাঃ
আবহাওয়ার খামখেয়ালিতে কখনও রৌদ্রজ্জ্বল তো কখনও মুখভার আকাশের। একটা পশ্চিমী ঝঞ্ঝা কাটতে না কাটতেই ফের আর একটির হানা পশ্চিম হিমালয়ে। ফলে বঙ্গে সক্রিয় হতে না হতেই বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। আজ, বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। পূর্বাভাস হাওয়া অফিসের। সন্ধ্যার পর দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দফতর।
এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ঝাঞ্ঝার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশাচ্ছন্ন থাকবে তিলোত্তমা।
ঝঞ্ঝার ভ্রুকুটি কাটলে পারদ নিম্নগামী হলেও জাঁকিয়ে শীতের আশা কম।