পশ্চিমী ঝঞ্ঝার জেরে চড়ছে পারদ, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

এনএফবি, কলকাতাঃ
পূর্ব ভারতের দিকে এগোতে থাকা পশ্চিমী ঝঞ্ঝার জেরে চড়ছে বাংলার পারদ। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন।
মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বুধ বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে গঙ্গাসাগরেও। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।