অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আজ থেকে শতবর্ষের মাইলস্টোন পেরিয়ে আসা ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল।আগামী ১৬ ই আগস্ট ইস্ট মোহনের ডার্বি দিয়ে শুরু হবে এবারকার এই ১৩১ তম ডুরান্ড কাপ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণ ,কিশোর ভারতী স্টেডিয়াম ও নৈহাটি স্টেডিয়াম এই তিনটি জায়গায় খেলা হওয়া ছাড়াও টুর্নামেন্টকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য অন্য রাজ্যেও হবে এই টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ।
আজ দুপুরে ফোর্ট উইলিয়ামে দুই লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা ও কে কে রেপ্সওয়াল কে পাশে নিয়ে এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন রাজ্যের ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে তারা টুর্নামেন্টের পতাকা উত্তোলনও করেন । গতবার ১৬টি দল খেললেও এবার অংশ নেবে কুড়িটি দল। কুড়িটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে । মোহন-ইস্ট থাকবে একই গ্রুপে। অপরদিকে মহামেডানের সঙ্গে যোগ করা হয়েছে গোকুলাম কেরালাকে। আজ থেকে এই ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার পর আগামী ৩০ শে জুলাই ফিরে আসবে আবার এই কলকাতায়। এবার টুর্নামেন্ট আরো জমে উঠবে বলে আশাবাদী ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।