আইএফএ-র অনন্যা সম্মানে সম্মানিত আট মহিলা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতার এক পাঁচতারা হোটেলে নারী দিবস উপলক্ষে আইএফএ “অনন‍্যা সম্মান” প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন,”আজ নারী দিবস পালন করছে আইএফএ। খুব ভাল। আমরা সবাই দাবি করি নারী-পুরুষ সমান। আমি আইএফএ-এর কাছে প্রস্তাব রাখছি,কলকাতা লিগে পুরুষদের যে প্রাইজ মানি সেটাই মহিলাদের লিগেও বাড়িয়ে সমান করতে হবে। আইএফএ-এর আর্থিক অবস্থা ভাল নয়। অর্থের অভাব থাকলে কলকাতা প্রিমিয়ার লিগের প্রাইজ মানি কমিয়ে দেওয়া হোক। কন‍্যাশ্রী কাপে যে প্রাইজ মানি বরাদ্দ করা আছে পুরুষদেরও তাই করতে হবে। তবেই আমরা নারীদের সমান বলে সম্মান করতে পারি। এটা আইএফএকে করতেই হবে।” মন্ত্রীর এই প্রস্তাব শুনে সঙ্গে সঙ্গে মাইক্রোফোন হাতে নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”ক্রীড়ামন্ত্রী ও বিধায়ক দেবাশিস কুমারের সাহায‍্য না পেলে কন‍্যাশ্রী কাপ করা সম্ভব হত না। তাঁরা যদি আগামী বছরও পাশে থাকেন তাহলে পুরুষদের লিগে প্রাইজ মানি না কমিয়ে মহিলা লিগের প্রাইজ মানি বাড়িয়ে দিতে পারব। আশা করছি তাঁরা পাশে থাকবেন। আর প্রাইজ মানিও বাড়বে।”

আরও পড়ুনঃ করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই- জানালেন গবেষক

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন, ফুটবলে অবদানের জন্য প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিক ও সুরজিৎ সেনগুপ্তর স্ত্রী শুক্লা ভৌমিক ও শ‍্যামলী সেনগুপ্তকে আন্তর্জাতিক নারী দিবসে আইএফএ তাঁদের “অনন্যা সম্মান’’ জানাল। এছাড়াও “অনন‍্যা সম্মান” পেলেন ফুটবলার রফিকের মা রাবিয়া বিবি। হীরা মন্ডলের মা বাসন্তী মন্ডল। ফুটবল প্রশাসক নবাব ভট্টাচার্যের স্ত্রী অনিন্দিতা ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিক সুস্মিতা গঙ্গোপাধ্যায়, ফিফা রেফারি কণিকা বর্মন ও প্রাক্তন ফুটবলার ও কোচ কুন্তলা ঘোষ দস্তিদারকে এই সম্মান জানাল আইএফএ। এবারের কন‍্যাশ্রী কাপে অংশ নেওয়া প্রতিটি দলকে বিশেষ ট্রফি দিয়ে সম্মান জানানো হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-এর চেয়ারম‍্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব‍্যানার্জি, সচিব জয়দীপ মুখার্জি, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়,আই লিগের সিইও সুনন্দ ধর, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় এবং মোহনবাগান ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত।