‘একুশে জুলাই হচ্ছে পাগলু ডান্স দিবস ওদের’, মন্তব্য সুকান্তর

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

২১শে জুলাই হচ্ছে পাগলু ডান্স দিবস ওদের। ওদের গান-বাজনা হবে, আর চাঁদা তুলবে কাট মানির জন্য। একুশে জুলাই হচ্ছে যেমন পুজোর সময় বোনাস দেয়া হয় কর্মীদের,সেইরকম একুশে জুলাই প্রোগ্রাম করা হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যাতে তুলা তুলে তাদেরকে বোনাস দেওয়ার জন্য। – শুক্রবার মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । পাশাপাশি ক্যানিং প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ” আমরা আগেই বলেছি গোটা পশ্চিমবঙ্গ বোমা আর গুলিতে ভর্তি হয়ে গেছে। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রথমে গুলি করা হয়েছে ফের কোপানো হয়েছে এবং পুরো দায়টা বিজেপির ঘাড়ে দিয়ে পুলিশ প্রশাসন বাঁচতে চাইছে।”

সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত। নিজস্ব চিত্র

অন্যদিকে AIIMS প্রসঙ্গে তার মত, “এগুলো তো কন্ট্রাকচুয়াল জব আজ আছে কাল নেই।”রাজ্যের প্রশাসনের বিষয়ে তিনি বলেন, “তাদের কাজ হচ্ছে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে এবং তার ভাইপো যাবে সেখানে পাঁচ হাজার সাত হাজার পুলিশ দিয়ে তাদের নিরাপত্তা দেওয়া আর বিজেপির নেতা-নেত্রী যারা একটু সক্রিয় হয়ে কাজ করবে তাদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো, বিজেপির বিধায়ক কার্যকরদের ঝামেলায় ফেলা। তাছাড়া পুলিশের আর কোন কাজ নেই।”

ফরাক্কার প্রসঙ্গে তিনি বলেন, ” ফরাক্কার বিভিন্ন অঞ্চলে হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়া হচ্ছে এবং ফরাক্কার যে এলাকার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই এলাকার লিচু এবং আম উৎপাদনের জন্য বিখ্যাত। এক একটি গাছের দাম কয়েক লক্ষ টাকা হওয়া উচিত কিন্তু সেই পরিমাণ ক্ষতিপূরণের টাকা কিন্তু কৃষকরা পাচ্ছেন না। তারা আমার কাছেও এসেছিলেন এবং এই ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের সরকার এই সমস্ত বাগানগুলোকে সম্পূর্ণ চাষীদের কাছ থেকে নিয়ে তুলে দিয়েছে শিল্পপতিদের কাছে।”