গঠিত হল ইমামি ইস্টবেঙ্গলের নতুন বোর্ড, ক্লাব থেকে জায়গা পেলেন ৩ জন

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের গাটঁছাড়া হওয়ার পরে হয়ে গেল দুই পক্ষের প্রথম বোর্ড মিটিং। বাইপাসের ধারে ইমামি অফিসে বৈঠক হয়। ১০ জনের কমিটি গঠন হয়। ১০ সদস্যর কমিটিতে ক্লাব থেকে কমিটিতে আছেন ৩ জন আর ইমামি থেকে আছেন ৭ জন। ক্লাব থেকে যারা আছেন তারা হলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার যুগ্ম সচিব রূপক সাহা আর কর্তা সদানন্দ মুখোপাধ্যায়।ইমামি কর্তাদের মধ্যে আছেন আদিত্য আগরওয়াল, মনীষ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল,গৌতম যাটিয়া, এসএন পাল, সৌরভ দাসগুপ্ত, মনোজ আগরওয়াল।দুই পক্ষের চুক্তির প্রায় একমাস পেরিয়ে অবশেষে বৈঠক হলো । বোর্ডে বিনিয়োগকারী সংস্থার হাতে থাকছে ৭৭ শতাংশ শেয়ার। ইস্টবেঙ্গল ক্লাবের হাতে থাকছে বাকি ২৩ শতাংশ শেয়ার। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সিইও হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছে। একেবারে পেশাদারি কায়দাতেই ফুটবল চালানোর বার্তা দিয়েছিল বিনিয়োগকারী সংস্থা। দুই পক্ষের গাঁটছড়ার পর প্রথম বৈঠকে বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা হয় । আগামী অক্টোবর মাস থেকেই শুরু আইএসএল। আর ৭ অক্টোবরই উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স এর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তাছাড়া কলকাতায় যুবভারতীতেও ম্যাচ হবে।হোম ম্যাচগুলো কি ভাবে আয়োজন করা হবে, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এছাড়া ফুটবলের উন্নতিসাধনে একটা রূপরেখাও তৈরী হয় বৈঠকে।যুবফুটবল আর মহিলা ফুটবল দল নিয়ে আলোচনা হয়। আর বৈঠক খুব ইতিবাচক হয় বৈঠকে জানানো হয় ইমামির বিবৃতিতে। যেহেতু কোম্পানির নামে আইএসএলে খেলা যায় না তাই ইস্টবেঙ্গল নিজের নামেই আইএসএলে খেলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্টর হিসেবে আসে। ইমামি কর্তা আদিত‍্য আগরওয়াল জানিয়েছিলেন ,” আমরা ইস্টবেঙ্গলে এসেছি ইনভেস্টার হিসেবে, স্পনসর হিসেবে নয়। আর সেই কারণেই ক্লাবের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। ইমামিকে যেমন ইস্টবেঙ্গলের দরকার, ঠিক তেমন ইমামিরও ইস্টবেঙ্গলকে দরকার। আমরা একে অন্যকে সমর্থন করি এবং যার যা দায়িত্ব আমরা সেটা ঠিকঠাক ভাবে পালন করব।”কল্যাণ মজুমদার বলেছেন, “ইমামিকে বিনিয়োগকারী হিসেবে পেয়ে আমরা খুব খুশি। ইমামি ইস্টবেঙ্গলকে দেশের অন্যতম সেরা ফুটবল দল হিসেবেই তুলে ধরবে বলে আমাদের বিশ্বাস।”প্রসঙ্গত ডুরান্ড কাপে একদম ভালো ফুটবল খেলতে পারেনি শতবর্ষ প্রাচীন ক্লাব। তবে মাত্র ১৬ দিনের দলগঠনে মুম্বাই এফসিকে ৪-৩ গোলে হারায় দল। তবে দলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন আর সহকারী কোচ বিনো জর্জ দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন যা চিন্তা বাড়াচ্ছে।