বহুরূপী সেজে অর্থ উপার্জন করে ফালাকাটার সোনালী

এনএফবি, আলিপুরদুয়ারঃ

জীবন জীবিকার প্রয়োজনে বহুরূপী সেজে অর্থ উপার্জন করে সংসার চালায় অনেকে। বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবী সেজে এলাকায় পুজো পার্বণে ঘুরে ঘুরে অর্থ উপার্জন করে চলে সংসার। রুটি রুজির টানে বিভিন্ন এলাকায় মেলা, পুজো মন্ডপে দেবদেবীর সাজ সেজে অর্থ উপার্জন করে দিন গুজরান তারা।

শনিবার এমনই বহুরূপীর দেখা মিলল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পশ্চিম মালসাগাঁও এলাকায়। সোনালী অধিকারী নামে এক বহুরূপী জানালেন, বিগত বহু বছর ধরে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে। রীতিমতো আনন্দ সহকারে এই কাজটি করেন তিনি। দিনের শেষে ভালো অর্থ উপার্জনও হয় এই বহুরূপী সাজের মধ্য দিয়ে। তবে করোনা কালে কিছুটা ভাটা পড়েছিল রোজগারে । তিনি ফালাকাটা, বীরপাড়া সহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন সাজে ঘুরে বেড়ান। জানা গিয়েছে, শনিবার ফালাকাটা ব্লকের পশ্চিম মালসাগাঁও এলাকার বাগানের ঘাট এলাকায় অষ্টমীর স্নানের মেলা ছিলো। ওই মেলা ঘিরে উপচে পরে পুণ্যার্থীদের ভিড়।

মেলা প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র
মেলা প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র