এনএফবি ডেস্ক, শ্রীনগরঃ
নিহত জঙ্গির কাছ থেকে মিলল প্রেস কার্ড। কার্ড অনুসারে জানা গিয়েছে নিহত ওই জঙ্গির নাম রইস আহমেদ ভাট, এবং তিনি ভ্যালি মিডিয়া সার্ভিসের প্রধান সম্পাদক পদে কর্মরত ছিলেন। জম্মু কাশ্মীরে রায়নাওয়াড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও এই কার্ডের বিষয়ে পুলিশের তরফে দাবি করা হয়েছে জাল প্রেস কার্ডকে হাতিয়ার করেই সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ছিলেন ওই জঙ্গি।
One of the killed categorised local #terrorists of proscribed #terror outfit LeT was carrying Identity Card (ID) of media. It indicates a clear case of misuse of media: IGP Kashmir@JmuKmrPolice pic.twitter.com/av3cnyRA8f
— Kashmir Zone Police (@KashmirPolice) March 29, 2022
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই জঙ্গি লস্কর ই তৈইবার সদস্য। মঙ্গলবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে দুই জঙ্গিকে ধরতে বিশেষ অভিযান চালায় জম্মু কাশ্মীর পুলিশ। পুলিশের এনকাউন্টারে প্রাণ হারান তারা। মৃত দুই জনের বিরুদ্ধে পূর্বেও একাধিক সন্ত্রাস বাদী কাজে জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ জানিয়েছে ওই দুই জঙ্গি মূলত লস্কর ই তৈইবার দ্য রেজিটেন্স ফ্রন্টের জঙ্গি সদস্য।
আইজিপি কাশ্মীর বিজয় কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ শ্রীনগরের এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। যাদের বিরুদ্ধে সাম্প্রতিককালে বেশ কয়েকটি সন্ত্রাসমূলক কাজে অভিযোগ এসেছিল। নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলি”।