জেলা

নিয়োগের দাবিতে রুটিতে পোস্টার লাগিয়ে অভিনব বিক্ষোভ মিছিল

এনএফবি,বহরমপুরঃ

টেট উত্তীর্ণ প্রার্থী নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন দেওয়ার প্রস্তুতি চলছে বহরমপুরে।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা টেট উত্তীর্ণ প্রার্থীরা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে জমায়েত হয়। সেখান থেকে তারা নিয়োগের দাবিতে মিছিল করে। এদিন প্রার্থীরা জানিয়েছে ২০১৪ সালে তারা টেট উত্তীর্ণ হন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তাদের কোন নিয়োগপত্র দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। আজকে তারা রুটিতে পোস্টার লাগিয়ে অভিনব বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভ মিছিল বহরমপুর পঞ্চানতলা জেলা প্রাথমিক শিক্ষা ভবনে গিয়ে শেষ হবে। সেখানে তারা আধিকারিককে স্মারকলিপি জমা দেবেন বলে জানা গেছে৷