এনএফবি, মুর্শিদাবাদঃ
উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী সড়ক পথ বন্ধ থাকবে আগামী কাল থেকে দু’মাস।
জানা গেছে, আগামীকাল ৪ নভেম্বর থেকে আগামী বছর ৩ জানুয়ারি পর্যন্ত ফরাক্কা ব্রিজের উপরের সড়ক পথ মেরামতির জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সড়ক পথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে ৩৪নং জাতীয় সড়ক। যা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে গেছে। আগামী প্রায় দু’মাস এই সড়ক পথের একটি লাইন বন্ধ থাকবে। অপর লাইনটা খোলা থাকবে।
প্রসঙ্গত, চার বছর আগে এই রাস্তার মেরামতি হয়েছিল।তারপর থেকে রক্ষণাবেক্ষণ ঠিক মত না হওয়ার কারনে তা আবার বেহাল হয়ে পড়ে।রাস্তার মাঝের পিচ গলে গিয়ে দু’পাশে জমা হয়ে রাস্তা ছোট হয়ে যায়। এর ফলে লেগেই থাকতো যানজট এমনকি দুর্ঘটনাও ঘটতো।
ফলে বেহাল রাস্তা মেরামতির উদ্যোগ নিতেই খুশি স্থানীয়রা। কিন্তু একইসঙ্গে ক্ষতির মুখেও পড়তে হবে এই রাস্তায় যাতায়াতকারীদের।
কারণ কাজের জন্য একদিকে রাস্তা খোলা থাকবে আর একদিকের রাস্তা বন্ধ থাকলে যানজট প্রায় লেগেই থাকবে। এরফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে সময় আনেকটায় লেগে যাবে।