জেলা

সরকারি কর্মীদের আন্দোলনের প্রতিবাদে পাল্টা মিছিল ফেডারেশনের

এনএফবি, জলপাইগুড়িঃ

কর্মবিরতির প্রতিবাদে মিছিল। সোমবার জলপাইগুড়ি শহরে এই মিছিল করে তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

এ দিনের মিছিল থেকে ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধিক্কার জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ প্রদান করার জন্য ধন্যবাদ জানানো হয়।

আন্দোলনের নামে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে বলেও এদিনের মিছিল থেকে অভিযোগ করা হয়।
শহর পরিক্রমা করে এই মিছিল জেলাশাসকের দফতরে এসে শেষ হয়।

প্রসঙ্গত, বকেয়া সমস্ত মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মচারীদের যৌথমঞ্চের পক্ষ থেকে ২০-২১ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

YouTube player