আন্তর্জাতিকলেটেস্ট

বিশ্বে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, তালিকায় ভারতের স্থান ১৩৬

এনএফবি, নিউজ ডেস্কঃ

আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা আসা মোদী সরকারের শাসনাধীন ভারতবর্ষ আন্তর্জাতিক সুখী দেশের তালিকায় স্থান পেয়েছে একেবারে নীচের দিকে।
ইউনাইটেড নেশনস সাসটেনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের সর্বশেষ হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। আন্তর্জাতিক সুখ দিবসের দু’দিন আগে প্রকাশিত হয়েছে ২০২১ সালের সুখী দেশের তালিকা। এই নিয়ে টানা পাঁচ বছর এই তালিকায় শীর্ষে থাকল উত্তর ইউরোপের এই দেশটি। তালিকায় সবার নীচে রয়েছে আফগানিস্তান। তালিকায় ভারতের স্থান ১৩৬তম নম্বরে। সুখের বিচারে ভারতকে টেক্কা দিয়েছে নিকটতম ক্ষুদ্র প্রতিবেশী রাষ্ট্র নেপাল তালিকায় স্থান ৮৪ নম্বরে। নেপালের চেয়ে কিছুটা পিছিয়ে তালিকায় ৯৪ নম্বরে বাংলাদেশ। অনেকটা পিছিয়ে থাকলেও ভারতের আগে রয়েছে পাকিস্তান। তালিকায় সেই দেশের স্থান ১২১ নম্বরে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ১২৭ নম্বর স্থান দখল করেছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্বে প্রস্তুত হওয়া তালিকায় পুতিনের দেশ রয়েছে ৮০তম স্থানে এবং ইউক্রেনের স্থান ৯৮ নম্বরে।

জিডিপি, সামাজিক সুরক্ষা, ব্যক্তিগত সুস্থতা, দূর্নীতির মতো বেশ কয়েকটি মাপকাঠির ভিত্তিতে দেশগুলির স্থান নির্ধারণ করা হয়।