স্থানীয়

গোডাউনে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ির চম্পাসারির দেবিডাঙা এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

জানা গিয়েছে যে, মঙ্গলবার রাতে আচমকাই আগুন লাগার ফলে ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। প্রথমে স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়। খবর দেওয়া হয় দমকলকে ৷ অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই বলে জানা গেছে।

আরও পড়ুনঃ অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক, ধৃত ৭