এনএফবি, নিউজ ডেস্কঃ
করোনার নয়া প্রজাতি ওমিক্রনের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে।
সংবাদ সংস্থা এএফপি-র তথ্য অনুযায়ী,ফ্রান্সে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে ১ লক্ষের গণ্ডি।
মহামারি শুরুর দিকে রোগীর চাপে ভেঙে পড়েছিল ফ্রান্সের স্বাস্থ্য ব্যবস্থা। বছর না ঘুরতেই ফের সেই উদ্বেগ।
সে দেশের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৬১১ জন। আধিকারিকেরা জানিয়েছেন,ববিগত তিনদিন ধরেই দেশে সংক্রমণ নতুন রেকর্ড গড়ছে। শনিবার তা লাখের গণ্ডি পার করে গিয়েছে।
আগামিকাল, সোমবারই দেশের প্রেসিডেন্ট ইম্যানুুয়েল ম্যাক্রঁ সরকারের শীর্ষকর্তাদের নিয়ে নিয়ে বাঠকে বসবেন। সেই বৈঠকে নতুন কী কী করোনাবিধি আরোপ করা যায়, তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মাঝে সংক্রমণের এই গতিতে উদ্বেগ বাড়ছে।
#BREAKING France hits 24-hour record of 100,000 #COVID19 cases: official pic.twitter.com/XmuILlHnJA
— AFP News Agency (@AFP) December 25, 2021