কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্বের পর উদ্ধার তাজা বোমা

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চড়কা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার পর বৃহস্পতিবার সকালে গ্রাম থেকে উদ্ধার পাঁচিশটি তাজা বোম উদ্ধার করল কেশপুর থানার পুলিশ।
এরপর বোম স্কোয়ার্ড এবং দমকলের সহায়তায় গ্রামের কিছুটা দূরে জঙ্গলে বোমগুলি নিষ্ক্রিয় করা হলো।

প্রসঙ্গত, বুধবার সকাল নাগাদ চড়কা গ্রামে গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজির ঘটনায় এক যুবকের হাতের কব্জি উড়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, তৃণমূলের দাবি এর সঙ্গে জড়িত রয়েছে সিপিআইএম, যদিও সিপিএমের দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি পুলিশি টহলদারি চলছে,ঘটনায় থমথমে রয়েছে গোটা এলাকা।