ক্রীড়া

এগিয়ে থেকেও হায়দরাবাদ ম্যাচ ড্র লাল হলুদের

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

সেই পুরোনো রোগ। এগিয়ে থেকেও ডিফেন্স ভুলের খেসারত। যা হবার সেটাই হল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-৩ ব্যবধানে ড্র করে। সুপার কাপ থেকে কার্যত বিদায় ইস্টবেঙ্গলের। এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয় ।এদিন প্রথম গোলটা এসেছল মহেশের পা থেকে। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় ইষ্টবেঙ্গল। যদিও বেশিক্ষণ পিছিয়ে থাকেনি হায়দ্রাবাদ এফসি। ১১ মিনিটের মাথায় সিভেরিও ম্যাচে সমতা ফেরায়। সুহেরের গোলে দ্বিতীয় বারের জন্য ম্যাচে লিড পায় স্টিফেনের ছেলেরা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দু পক্ষই। তবে প্রথমার্ধের বাঁশি বাজার আগে মহেশ তার দ্বিতীয় গোলটি করে ফেলে। ক্লেইটন সিলভার একটি লো ক্রস থেকে বল জালে জড়িয়ে দেয় নাওরেম মহেশ।

দ্বিতীয়ার্ধের শুরুটা হায়দরাবাদ পিছিয়ে থেকেও তাদের আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। সিভেরিও, হোলিচরণদের সামনে কার্যত অসহায় দেখাতে শুরু করে ইষ্টবেঙ্গল রক্ষণকে। ৭১ মিনিটে কমলজিতের হাত থেকে ফিরে আসা বলে গোলার মত শটে গোলে পাঠায় সিভেরিও। এরপর ইষ্টবেঙ্গল আর ম্যাচে ফিরতে পারেনি। ৮২ মিনিটে লাল হলুদ ডিফেন্সের ভুলে গোল তুলে নিয়ে যায় হায়দরাবাদ। এই ড্রয়ের ফলে সুপার কাপ থেকে কার্যত বিদায় নিল লাল হলুদ। যদিও পয়েন্টের বিচারে এখনও সুযোগ রয়েছে। দু’ম্যাচে কলকাতার প্রধানের পয়েন্ট দুই। সেখানে হায়দরাবাদের পয়েন্ট ৪। শেষ ম্যাচ আইজলের বিরুদ্ধে।