শিল্প ও পর্যটনের বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ হলদিয়া উন্নয়ন পর্ষদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

হলদিয়া শিল্পাঞ্চলের শিল্পের বিকাশ এবং জেলায় পর্যটনের বিকাশ ঘটাতে নয়া উদ্যোগ নিলো হলদিয়া উন্নয়ন পর্ষদ। সোমবার হলদিয়া উন্নয়ন পর্ষদের দপ্তরে ১৩১ তম বোর্ড মিটিং করেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। সেখানেই শিল্পের বিকাশ এবং পর্যটনের বিকাশ নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানান, “হলদিয়ায় শিল্পের প্রতি যে আগ্রহ বাড়ছে তা শিল্পপতিদের জমির চাহিদা দেখেই বোঝা যাচ্ছে। আজকে বেশ কয়েক একর জমি শিল্পপতিদের আহ্বানে মঞ্জুর করা হলো।” শিল্পের বিকাশের পাশাপাশি জেলার পর্যটন নিয়েও বিশেষ ঘোষণা করেন তিনি।

জ্যোতির্ময় কর ৷ নিজস্ব চিত্র

এদিন তিনি জানান,”হলদিয়া উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত মহিষাদল বিধানসভার গেঁওখালি ত্রিবেণী সঙ্গমের আমরা খোলনলচে বদলে দেবো। সেখানে বিপুল পরিমাণ জায়গায় আমরা কটেজ এবং আয়ুর্বেদিক ভেষজ বাগান, অ্যানিম্যাল প্লান্ট সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মহিষাদলের বিডিও, মহিষাদলের বিধায়কের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা এবং প্রাথমিক জায়গা পরিদর্শন করা হয়েছে।” এদিন নতুন চেয়ারম্যান হওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়ে উপস্থিত হন হলদিয়া উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান জ্যোতির্ময় কর।

এই দিনের এই বোর্ড মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানান, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও পি হরি শংকর সহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।