জেলাফিচার

ঝোরা পেরিয়ে স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন দুর্গম জনপদে

এনএফবি,আলিপুরদুয়ারঃ

প্রবল বৃষ্টির জেরে বক্সা পাহাড়ের দুর্গম পাকদণ্ডী গুলো চলাচলের অযোগ্য হয়ে উঠলেও নিস্তার নেই স্বাস্থ্যকর্মীদের। মাথায় বৃষ্টি আর মাটিতে থাকা জোঁককে উপেক্ষা করে কোভিড টিকা, গর্ভবতী মা ও শিশুদের ভ্যাকসিন পৌঁছে দিতে অনড় স্বাস্থ্য কর্মীরা। শুধু তাই নয় আলিপুরদুয়ারের কালিচিনি ব্লকের প্রত্যন্ত জনপদ বক্সা পাহাড়ের আদমা যাওয়ার পথ পাহাড়ি ঝোরার জলোচ্ছ্বাসের কারণে ভেসে গেলেও রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে সামান্য বাঁশ ফেলে ওই ভয়ঙ্কর ঝোরা পেরিয়ে ভরা বর্ষায় স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন দুর্গম জনপদে।
বক্সা পাহাড়ে দুর্গম এলাকায় দীর্ঘ বহু বছর থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কাজ করছে এফ পি এ আই । এই সময়ে এফ পি এ আই এর কর্মীরাও প্রাণের ঝুঁকি নিয়ে প্রত‍্যন্ত এলাকার জনগণের দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে বলে জানান এফ পি এ আই এর ম‍্যানেজার তুষার চক্রবর্তী।