এনএফবি, মুর্শিদাবাদঃ
৩ কেজি হিরোইন সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে একটি অল্টো গাড়ি ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদীঘি থানার অন্তর্গত ৩৪নং জাতীয় সড়কে অনুপপুর মির্জাপুর ক্রসিং থেকে একটি অল্টো গাড়ি আটক করে তল্লাশি চালায় ৷ ওই গাড়ি থেকে ৩ কেজি হেরোইন সহ নগদ প্রায় ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ওই গাড়িতে থাকা দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম গোলাম মোস্তফা, বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইসলামপুরে এবং লুটন সেখ, বাড়ি সুতি থানার অন্তর্গত নুরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় ওই হেরোইন শিলিগুড়ি থেকে সংগ্রহ করেছিল ধৃতরা । তবে তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে লুটন শেখ উত্তরপ্রদেশ পুলিশের হাতে এনডিপিএস কেসে একবার গ্রেপ্তার হয়েছিল এবং গোলাম মোস্তফা নাগাল্যান্ড পুলিশের হাতে এনডিপিএস কেসে গ্ৰেপ্তার হয়েছিল। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে তোলা হবে বলে জানা গেছে।