ফিচাররাজ্য

বিধানসভা চত্বরে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

এনএফবি, কলকাতাঃ

অধিবেশনের শেষ দিনে ফের উত্তাল বিধানসভা চত্বর। সোমবার দুপুরে এসএসসি চাকরিপ্রার্থীরা দফায় দফায় বিক্ষোভ দেখায়। হবু শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ফের উত্তেজনার সৃষ্টি হয়।

এ দিন সকালে বিধানসভার অভ্যন্তরে রামপুরহাট কাণ্ড ঘিরে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের শাসক এবং বিরোধী দলের বিধায়করা। ঘটনায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাকের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অপরদিকে বিজেপি বিধায়ক মনোজ টিগগার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী, মনোজ টিগগা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করেন অধ্যক্ষ।