রাহুলের নাম নিয়ে তার মা তাকে মিথ্যা বলেছে, অভিযোগ লখনউ অধিনায়কের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তাঁর মা তাকে ২৭ বছর ধরে মিথ্যে বলে গিয়েছেন। আর সেই মিথ্যা তথ্য প্রকাশ করলেন ভারতীয় দলের সিনিয়র ব্যাটার লোকেশ রাহুল। কীভাবে তার নাম রাহুল রাখা হলো সেই বিষয়ে তার মা তার কাছে সত্যিটা গোপন করেছেন বলে অভিযোগ করেন রাহুল ।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক জানাচ্ছেন, ‘কেন আমার নাম রাহুল রাখা হল আমি জিজ্ঞাসা করায় মা বলেছিলেন, তিনি শাহরুখ খানের বড় ভক্ত ছিলেন। নয়ের দশকে রাহুল নামে শাহরুখ খান অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তাই আমার নাম রাখা হয়েছিল রাহুল। মা-ই নামটা রেখেছিলেন। তবে পরে জানতে পারি, সেটা সত্যি নয়।’

২৯ বছর বয়সী রাহুল বলেন, ‘শাহরুখ আমাকে জানায় যে ১৯৯৪ সালে শাহরুখ খানের সিনেমায় প্রথম তাঁর নামকরণ হয় রাহুল। এদিকে ১৯৯২ সালে আমার জন্ম। তাই শাহরুখের নাম থেকে আমার নাম যে রাহুল সেটা একদমই ঠিক কথা নয়। শাহরুখের থেকে জেনে আমি মাকে জিজ্ঞেস করি আসল সত্যিটার ব্যাপারে। মা তখন বলে, ছাড় না । এই সব কথা!’

রাহুল তার নাম ইস্যুতে আরও জানাচ্ছেন, ‘ আমার বাবা সুনীল গাভাসকরের অন্ধ ভক্ত ছিলেন। যেহেতু গাভাসকর তার ছেলের নাম রোহন রেখেছিলেন, তাই আমার বাবাও ছেলের নাম ‘রোহন’ রাখতে চেয়েছিলেন। কিন্তু বাবা রোহনকে রাহুল শুনে গুলিয়ে ফেলেন। তাই আমার নাম রোহন রাখতে গিয়ে ভুল করে রাহুল রেখে ফেলেন। ‘

Ipl র গুজরাটের মুখোমুখি হয়েছিল লখনউ। গত সোমবারের এই ম্যাচে ওপেন করতে নেমে ০ রানেই আউট হয়ে যান এই দলের অধিনায়ক কে এল রাহুল। তার উপর জয় পায়নি রাহুলের নেতৃত্বাধীন দলটি। এই পরিস্থিতিতে গণমাধ্যমে একটি পোস্ট করে কটাক্ষের মুখে পড়লেন তিনি।

নিজেদের প্রথম IPL ম্যাচের একটি মুহূর্তের ছবি পোস্ট করেন রাহুল। এই ছবিটির ক্যাপসনে তিনি লেখেন, “আমরা যেভাবে লড়াই করেছি সেই কারণে এটিকে জয়ের মতোই মনে হয়েছিল। আমরা গর্বিত।” এর পরই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় ভারতীয় ওপেনারটিকে। উল্লেখ্য, এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ১৫৮ রান করে লখনউ। এর পর ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময় ম্যাচটি জিতে নেয় গুজরাট।