রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পে বিপুল নিয়োগ, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

https://newsfrontbangla.com/huge-recruitment-in-it-congratualate-mamtabanerjee/

এনএফবি, নিউজ ডেস্কঃ

রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পে নিয়োগের কথা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলার সরকার কর্মসংস্থানের বিষয়ে বদ্ধপরিকর। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করেছে। কলকাতায় ৫০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস। ২০১১ সালে কলকাতায় ১৫ হাজার কর্মী নিয়োগ করেছিল টিসিএস। তবে এবার সংখ্যাটা তিন গুণ। সকলকে অনেক শুভেচ্ছা।”

কর্মসংস্থান নিয়ে বিরোধী দলগুলি বারবার সরকারকে নিশানা করে। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নেই বলেই যুব প্রজন্ম কাজের খোঁজে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে বলে তাদের অভিযোগ। সল্টলেক, রাজারহাটের শিল্প তালুকে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা থাকলেও সেখানে নিয়োগ কম হয় বলে দাবি। মুখ্যমন্ত্রীর আজকের টুইট রাজ্যের বেকার যুবকদের আশা জাগাবে বলে মনে করা হচ্ছে।

টিসিএস-এর ৫০ হাজার কর্মী নিয়োগ অন্য সংস্থাকেও কলকাতায় নিয়োগের ব্যাপারে নতুন করে ভাবাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।