এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
স্কুল ব্যাগের মধ্যে উদ্ধার হলো বিশাল আকারের সাপ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুটি ঘাট এলাকায় । ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে।
জানা যায়, এই দিন কুটিঘাট এলাকার একটি ব্যাগের দোকানে দোকানি স্কুল ব্যাগ বিক্রি করতে গিয়ে আঁতকে ওঠেন। তিনি চিৎকার করে দোকানের বাইরে বেরিয়ে আসেন, হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায়। জানা যায়, ঐ দোকানের একটি স্কুল ব্যাগের মধ্যে একটি বিশাল আকারের সাপ দেখা গেছে। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে।
বনদপ্তর সূত্রে জানা যায়, রাজ্যের সড়কের ধারে কোনক্রমে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল সাপটি।
এমনকি স্কুল ব্যাগের চেন খোলা থাকায় ব্যাগের মধ্যে প্রবেশ করে সাপ। আর ব্যাগ বিক্রি করতে গিয়ে এই কাণ্ড ঘটে। বনদপ্তর সূত্রে আরও জানা যায়, সাপটির শারীরিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হবে জঙ্গলে।