ভারত সেবাশ্রম সংঘের মানবিক উদ্যোগ

এনএফবি,জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘ ও হিন্দু মিলন মন্দীর সারা বছর বিভিন্ন মানবিক কাজ করে থাকে। এই দিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে দুঃস্থ মানুষ খুঁজে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের। যার মধ্যে থালা থেকে গামছা,চাল ,ডাল ও রকমারি জিনিসও ছিল। এই দিন ১৫০ জনের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। এই বিষয়ে ভারত সেবাশ্রম সংঘ ও হিন্দু মিলন মন্দীরের সম্পাদক বিশ্ব প্রেমানন্দ জী মহারাজ বলেন, ” সারা বছর সামাজিক কাজ করা হয়।তাই সামান্য কিছু খাবারের সামগ্রী দিয়ে মানুষের কিছু টা দুঃখ দূর করার চেষ্টা করলাম।”

নিজস্ব চিত্র