স্থানীয়

মহিপালে জলমগ্ন শতাধিক বাড়ি, পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

এনএফবি, দার্জিলিংঃ

টানা বৃষ্টিতে মহিপালে জলমগ্ন শতাধিক বাড়ি। তাই ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই জল জমে যায় গোটা এলাকায়। বাড়ি ঘর থেকে শুরু করে সবজি খেতেও জল ঢুকে ফসল নষ্ট হচ্ছে। এতটাই সমস্যা যে আমরা রান্না করতে পারছিনা। বহুবার বিডিওকে জানিয়েও কোন সুরাহা হয়নি। একবার বিডিও এই জলমগ্ন এলাকা পরিদর্শন করে গেছেন। আর বার বার আমাদের বলা হয় যে ব্যবস্থা করা হবে। কিন্তু কোন ব্যবস্থা করা হয়নি । তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। আমাদের দাবি, অবিলম্বে এসডিও,বিডিও যতক্ষণ পর্যন্ত কেউ না আসবে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। এর পাশাপাশি আরও বলেন যে এই এলাকা থেকে জল বের করার ব্যবস্থা করা হোক।

অপরদিকে এই পথ অবরোধের কারণে লম্বা লাইন পড়ে যায়। এই পথ অবরোধ প্রায় দুই ঘন্টা চলে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।