অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
গুঞ্জন টা কলকাতা ময়দানে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটা সত্যি হলো। আইএফএ সচিব পদ থেকে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এদিন জয়দীপ সভাপতি অজিত বন্দোপাধ্যায় আর চেয়ারম্যান সুব্রত দত্তকে তার পদত্যাগ পত্র পাঠান।
কেন পদত্যাগ করলেন? জয়দীপ চিঠিতে জানান যে ব্যক্তিগত কারণের জন্য সরছেন। কিন্তু ঘটনাটা আলাদা। বহুদিন ধরেই জেলা ফুটবলে একঘরে হয়েছিলেন জয়দীপ। জেলা থেকে শুরু করে সমস্ত ক্লাব আইএফএর কর্মীরা জয়দীপের বিরুদ্ধে অসন্তোষ শুরু করেন। জয়দীপ নিজেও সেটা বুঝতে পারেন। আর কোষাধক্ষ নির্বাচনে যেভাবে অনির্বাণ দত্তকে আটকাতে কোমর বেঁধে তনুময় বসুকে দিয়ে জেলার ভোট কুড়াতে নামেন সেটা ভালোভাবে নেয়নি ময়দান। অবশেষে অনির্বাণ দত্ত কোষাধক্ষ নির্বাচিত হওয়ায় জয়দীপের আত্মবিশ্বাস তলানিতে এসে দাঁড়ায়।জয়দীপ ক্রমশ কলকাতা ফুটবলে একঘরে হতে থাকেন।
তবে জয়দীপের সফলতার মানও কম নয়, আইএফএকে কর্পোরেট করা, দেনার পাহাড় এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনেন, করোনা সময়েও সব কর্মীদের বেতন এক তারিখে দেন, আর রেফারি বা প্লেয়ারদের টাকা বকেয়া থাকে না, ব্র্যান্ড আইএফএ সারা বাংলায় ছড়িয়ে গেছে। বিভিন্ন বর্তমান প্লেয়ারদের সম্মান প্রাক্তন প্লেয়ার দের মর্যাদাও তিনিই দিয়েছেন। কিন্তু সব ভাল হলেও শেষটা ভালো হলো না। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যেই কলকাতা লিগ শুরুর আগেই নিজের চেয়ার ছেড়ে চলে গেলেন।