অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মধ্যে সম্পর্কটা যে একেবারে আদায়-কাঁচকলায়, সেটা আজ আর কারোর জানতে বাকি নেই। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে তাঁরা একে অপরকে প্রকাশ্যেই কটাক্ষ করেছেন। সম্প্রতি রবি শাস্ত্রীর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে টাটা স্টিল দলে নেওয়ার জন্য তিনিই নাকি সুপারিশ করেছিলেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে রবি শাস্ত্রী জনপ্রিয় টেলিভিশন শো ‘আপ কী আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন। সেইসময় কথায় কথায় সঞ্চালক রজত শর্মা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ তুলে আনেন। তখনই রবি শাস্ত্রী বলেছিলেন, “সৌরভ তো আমার থেকে জুনিয়র। তখন আমি পশ্চিমাঞ্চলের হয়ে খেলতাম, আর সৌরভ পূর্বাঞ্চলের হয়ে। আমার স্পষ্ট মনে আছে যে সেইসময় আমি টাটা গোষ্ঠীর হয়ে কাজ করতাম। টাটার অধিনায়ক ছিলাম আমি। সৌরভের খেলা, বিশেষ করে ওর ব্যাটিং, আমার এতটাই ভালো লেগেছিল যে আমি নিজে টাটা গোষ্ঠীর লোকজনের কাছে আবেদন করি যে সৌরভকে যেন টাটা স্টিল দলে নেওয়া হয়। আজ পর্যন্ত ও টাটা স্টিলেই আছে।”