এনএফবি, নিউজ ডেস্কঃ
শনিবার দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। করোনা এই বাড়বাড়ন্ত সময়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরে বেজে গেল ভোটের বাদ্যি। পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে আসন সংখ্যা ৪০৩, পাঞ্জাবে ১১৭, উত্তরখণ্ডে ৭০, মনিপুরে ৬০ এবং গোয়াতে ৪০ টি আসনে নির্বাচন হবে। পাঁচ রাজ্যে এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দেবেন। ১৮.৩৪ কোটি ভোটার তাদের রাজ্যের রাজ্যের শাসক নির্বাচন করবেন। পাঁচ রাজ্যে প্রথমবার ভোট দেবেন ২৪.৯ লক্ষ নতুন ভোটার।
করোনা মাহামারির তৃতীয় তরঙ্গের উথাল পাথাল ঢেউয়ে মাঝে বিধি মেনে ঝঞ্ঝাট মুক্ত ভোট পরিচালনা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন। তবে সেই লক্ষ্যে সফল হওয়ার সব রকম চেষ্টা করবে বলেও আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
- উত্তর প্রদেশে ভোট হবে সাত দফায়ঃ ১০ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৭ মার্চ।
- মণিপুরে ভোট হবে দু’দফায়ঃ ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ
- গোয়া উত্তরখণ্ড পাঞ্জাব তিন রাজ্যে ভোট হবে এক দফায়ঃ ১৪ ফেব্রুয়ারি
- পাঁচ রাজ্যে ভোট গণনা হবে ১০ মার্চ
- ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা করা যাবেনা। করোনা পরিস্থিতি বিচার করে জনসভার অনুমতি বিচার করবে কমিশন।
#WATCH | CEC Sushil Chandra reads a couplet while announcing the measures to be taken by ECI for the conduct of safe elections, “Yakeen ho to koi raasta nikalta hai, hawa ki oat bhi lekar chirag jalta hai.” pic.twitter.com/eStC7tnu98
— ANI (@ANI) January 8, 2022