এনএফবি, নিউজ ডেস্কঃ
আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ১৫ জন প্রার্থী নিরক্ষর এবং ১০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(ADR) ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মোট ৬২৩ জন প্রার্থীর মধ্যে ৬১৫ জন প্রার্থীর অপরাধ, আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ পটভূমি বিশ্লেষণ করে যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকেই এই তথ্য জানা যায়।
প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ নামায় ২৩৯ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত। এই সংখ্যাটি মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৩৯ শতাংশ। ৩০৪ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার উপরে। এই সংখ্যাটি মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৪৯ শতাংশ। ৭ জন প্রার্থী ডিপ্লোমাধারী। ৩৮ জন প্রার্থী নিজেদের শুধুমাত্র শিক্ষিত বলে জানিয়েছেন। ১৫ জন প্রার্থী নিজেদের নিরক্ষর বলে ঘোষণা করেছেন। ১২ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতার কোন উল্লেখ করেন নি।
আরও পড়ুনঃ ‘বেটি বাঁচাও,বেটি পড়াও’ বিজ্ঞাপনের খরচ ৪০১ কোটি