অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
২০২৫ সালে মেয়েদের ক্রিকেটে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত। শেষ বার ভারতে মহিলাদের বিশ্বকাপের আসর বসেছিল ২০১৩ সালে। ২০২৪ ও ২০২৬-এ মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে বাংলাদেশ ও ইংল্যান্ডে। এছাড়া, ২০২৭-এ প্রথমবার অনুষ্ঠিত হবে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। যোগ্যতা অর্জন করতে পারলে সেই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা। মঙ্গলবার আইসিসি-র ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে এমনই জানানো হয়েছে। চার সদস্যের এই গ্রুপে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান মার্টিন স্নেডেন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এবং ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কোনর।
২০২৫ সালের বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ‘আমরা ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে মুখিয়ে ছিলাম। আমরা আনন্দিত যে আমরা বিডিংয়ের মধ্যে দিয়ে এই রাইটস পেয়েছি। ২০১৩ সালে ভারত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল। তারপর দেশের ক্রিকেটে একাধিক পরিবর্তন এসেছে। তারপর থেকেই দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেড়েছে। বিসিসিআই আইসিসির সঙ্গে একজোটে কাজ করবে। আইসিসির সমস্ত যোগ্যতামান পূরণ করবে।’
𝗘𝘅𝗰𝗶𝘁𝗲𝗺𝗲𝗻𝘁 𝗟𝗲𝘃𝗲𝗹𝘀 🆙!
— BCCI Women (@BCCIWomen) July 27, 2022
India to host the 2025 ICC Women’s World Cup. 👏 👏
The 50-over World Cup returns to India after 2013. 👍 👍 pic.twitter.com/ev6zXpX2gW