অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বোলারদের দাপটে কানপুর টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়াল ভারত। দ্বিতীয় দিনের অপরাজিত ওপেনিং জুটি টম লাথাম ও উইল ইয়ং একই রকম ছন্দে খেলা শুরু করেন। ভারতের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। দুজনেই নিজেদের শতরানের দিকে এগচ্ছিলেন। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় ইয়ংকে আউট করে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অশ্বিন। মধ্যাহ্নভোজে উইকেট পড়ে ২৪১ রানে। চা বিরতির পর ২৫৮ রানের মাথায় টম ব্লান্ডেল (১৩)-কে বোল্ড করেন অক্ষর। টিম সাউদি (৫)-কে বোল্ড করে পঞ্চম উইকেটটি দখল করেন অক্ষর প্যাটেল। উইলিয়াম সমারভিল (৬) ও কাইল জেমিসন (২৩)-এর উইকেট তুলে নেন অশ্বিন। ১৪২.৩ ওভারের মধ্যে অশ্বিন ৪২.৩ ওভার বল করেছেন, মেডেন ১০টি, ৮২ রানের বিনিময়ে তিনি তিনটি উইকেট পান। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৯৬ রানে শেষ হয়, ভারত লিড পেল ৪৯ রানের। পাঁচ উইকেট দখল করলেন অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে তিন উইকেট।