এশিয়া কাপে নিজের না থাকা নিয়ে, নীরবতা ভাঙলেন ভারতের তরুণ উইকেট রক্ষক

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়া কাপের দলে নেই ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ইশান কিশান। অবশেষে নীরাবতা ভাঙলেন ইশান। এদিন তিনি জানালেন,”নির্বাচকরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। দল নির্বাচনের সময় নির্বাচকদের অনেক কিছু মাথায় রাখতে হয়। কোন পজিশনে কাকে খেলালে দলের লাভ, এটা নির্বাচকরাই ভাল বুঝবেন। দলে সুযোগ না পাওয়াটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। বুঝতে পেরেছি আরও পরিশ্রম করতে হবে। রান করতে হবে। এটুকু বুঝে গেছি, নির্বাচকদের আমার উপর আত্মবিশ্বাস জন্মালেই, দলে সুযোগ পাব।”

এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ভাল পারফরম্যান্স নিয়ে আশাবাদী তিনি । এশিয়া কাপের দলে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক দুই উইকেটরক্ষক হিসেবে আছেন। প্রথম দলে পন্থেরই খেলার সম্ভাবনা। টি–২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হচ্ছে কুড়ি–বিশের ফর্ম্যাটে। সেখানে ঈশানের বাদ পড়ায় অনেকেই বিস্মিত। কারণ চলতি বছরে টি–২০ আন্তর্জাতিকে কিষান দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪ ইনিংসে করেছেন ৪৩০ রান। যদিও বাদ পড়াটাকে ইতিবাচক হিসেবেই এখন দেখছেন কিশান। গত ফেব্রুয়ারিতে, ২০২২ মেগা আইপিএল-এর নিলামে ১৫.৫ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন। তবে এবারের আইপিএলে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। যদিও মরশুমটা সবচেয়ে খারাপও ছিল না। ১৪ ইনিংসে, ইশান ৩২.১৫ গড়ে ৪১৮ রান করেছিলেন ইশান। যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। যদিও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবারে প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল। জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য ইশানকে নেওয়া হয়েছিল, যেখানে তিনি দুটি হাফ সেঞ্চুরিও করেছিলেন।

ভারতের স্কোয়াডঃ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।স্ট্যান্ড-বাই: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।