এনএফবি, মুর্শিদাবাদঃ
এ যেন স্বজন হারানো যন্ত্রণা। সন্তানস্নেহে লালন পালন করেছেন যাদের তাদেরই পতন দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না জলঙ্গীর নুরুল ইসলাম ও তার পরিবার। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনসৃজনের উপর জোর দিয়েছে সরকার। জলঙ্গীর ঘোষপাড়া পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছিল নুরুল ইসলামকে একাধিক গাছ। সেই গাছ গুলিকেই কে বা কারা রাতের অন্ধকারে ২৬শে ডিসেম্বর কেটে নিয়েছে বলে অভিযোগ করে নুরুল ইসলাম।
নুরুল ইসলামের দাবি, তার বাগানের মোট ৫৬টি গাছ কেউ কেটে নিয়ে চলে যায় তার অগোচরে। পরে তা জানতে পেরে লিখিত অভিযোগ জানান জলঙ্গী থানায়। ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলী, সঠিক তদন্ত করে দোষীকে সাজা দেওয়ার আবেদন করেন পুলিশ প্রশাসনকে।