এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
মাদক পাচার কাণ্ডে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা সহ এক পাচারকারী যুবককে গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্ত যুবক আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এগরা থানার পুলিশ জানিয়েছে ধৃত যুবক শেখ রফিকুল। তার বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়ির সোনামুই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে তমলুক জেলা আদালতে পাঠায় পুলিশ।
জানাগেছে, দীর্ঘদিন ধরে এগরা সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি বাড়ছিল। পুলিশকে মাদক পাচার চক্রের হৃদিশ পেতে যথেষ্ট বেগ পেত হচ্ছিল। মাদক পাচারকারীদের ধরতে পুলিশ সাদা পোশাকের বিরুদ্ধে দিনে রাতে অভিযান চালায়। বুধবার গভীর রাতে এগরা উড়িষ্যার সীমান্তে আলংগিরি বাসস্ট্যাণ্ড গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। এক ব্যাগ সহ এক যুবককে পাকাড়াও করে। তার ব্যাগ ভিতর থেকে ১০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক জানিয়েছে উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে এসেছিল। এরপর বিভিন্ন এলাকায় পাচার করার উদ্দেশ্য ছিল। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন ” গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে।তদন্ত করে দেখা হচ্ছে “।