এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
সরকারি জমিতে অনুমতি না নিয়ে নয়ানজুলি ভরিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা বাজার লাগোয়া অটো-টোটো স্ট্যান্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে তাকে নিয়ে সোমবার রাতে সুতাহাটা বাজারে যান তদন্তকারীরা।
সোমবার রাতে পুরসভার ১ নম্বর ওয়ার্ডে সুতাহাটা বাজার লাগোয়া এলাকা খতিয়ে দেখে পুলিশ। বেআইনি নির্মাণ এবং তাতে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ, জমি দুর্নীতির পাশাপাশি একই সঙ্গে কিছু স্টল তৈরির প্রকল্পে দু’বার টাকা খরচ দেখানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাস এবং কায়ম মল্লিক নামে এক ঠিকাদার জেল হেফাজতে আছেন।
সূত্রের খবর, সেই ঘটনায় শ্যামলের যোগ রয়েছে বলে পুলিশের হাতে তথ্য প্রমাণ উঠে এসেছে। তারই পরিপেক্ষিতে পুলিশি জেরা পর্বে প্রাক্তন পুর প্রধানকে নিয়ে সুতাহাটা বাজার ঘুরে দেখে পুলিশ।