জেলা

স্কুল খোলার দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

এনএফবি, বহরমপুরঃ

স্কুল খোলার দাবিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হল। মঙ্গলবার দুপুরে বহরমপুর শিক্ষাভবনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি চালানো হয়।

এদিন, অবস্থান-বিক্ষোভ চলাকালীন জানানো হয়, রাজ্য সরকার গরমের দোহাই দিয়ে স্কুল বন্ধ রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। শিক্ষাকে বেসরকারি করণের উদ্দেশ্য নিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক দিনবন্ধু বিদ্যাভূষণ জানিয়েছেন, অবিলম্বে দ্রুত সরকারকে স্কুল খুলতে হবে, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে।

নিজস্ব চিত্র