অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চোটে বিধ্বস্ত রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন! এই খবর যখন ছড়িয়ে পড়েছে, তখন জাদেজা নিজে বড় বার্তা দিলেন। এদিন জাদ্দু টুইট করে বলেন, “আরও অনেকদূর যেতে হবে।” আসলে তিনি বোঝাতে চেয়েছেন, টেস্ট ক্রিকেটে আরও অনেকদিন তিনি খেলবেন। মোট ৫৭টি টেস্ট ম্যাচ খেলে ২১৯৫ রান ও ২৩২টি উইকেট নেন জাদেজা। যদিও প্রোটিয়া সফরে চোটের জন্য নেই জাদেজা।