শোকে মুহ্যমান জলপাইগুড়ি, নীরবেই অতিক্রান্ত বিসর্জন পর্ব

এনএফবি, জলপাইগুড়িঃ

মালনদীর ঘাটে আটজনের মৃত্যুর শোকে নীরবতার ছবি শেষ দিনের জলপাইগুড়ির ভাসান ঘাটগুলোতে।

বৃহস্পতিবার কার্নিভাল বন্ধ হওয়ার পর শুক্রবার শহরের খ্যাতনামা কয়েকটি পুজো কমিটি তাদের প্রতিমা নিরঞ্জন দেয়। কিন্তু প্রতিমা নিরঞ্জনে আসা সকলেই নীরবতা মেনেই আনন্দহীন অবস্থায় তাদের নিজ নিজ ক্লাবের প্রতিমা নিরঞ্জন দেন। ছিলনা কোনও চমক বা উল্লাস। ছিল শুধু নীরবতা। কিংসাহেবের ঘাট, বাবুঘাট ছিল ভিড়হীন।

YouTube player