এনএফবি, আলিপুরদুয়ারঃ
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল জটেশ্বরের মর্নিং স্টার মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী মুসকান চৌধুরী। তার বাড়ি বীরপাড়ায়।
জানা গিয়েছে, ১৪ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে মুসকান। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ২৭ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে সে। এ খবরে খুশি সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষাকা-সহ স্কুল কর্তৃপক্ষ।
মুসকানের বাবা ওমপ্রকাশ একজন ব্যবসায়ী। মা সীমাদেবী চৌধুরী গৃহবধূ। মুসকান জানায়, ছোটবেলা থেকেই তাঁর মহাকাশ ভালো লাগে। ভবিষ্যতে তাঁর লক্ষ্য মহাকাশ বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে তাঁকে বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছেন ওই স্কুলের বিজ্ঞানের শিক্ষক রাজদীপ শীল। শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। বাবা ওমপ্রকাশ বলেন, ” মেয়ের স্বপ্ন পূরণে আপ্রাণ চেষ্টা করব।” মুসকানের সাফল্যে খুশি জটেশ্বরের স্থানীয় বাসিন্দারাও।