এনএফবি,জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি জেলা শাসকের অফিসের এক কর্মীকে মেরে লক্ষাধিক টাকার সোনার গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটলো। জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে কর্মরত অমিত দাসের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে অমিত বাবু জানান ,সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ একটি নিমন্ত্রণ বাড়ি থেকে মোটর সাইকেল করে হাসপাতাল পাড়ার বাড়িতে ফিরছিলেন তিনি , হঠাৎ বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কাছে করলা নদীর সেতুর ওপর কিছু যুবক তার পথ আটকায়, কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকেরা মারতে শুরু করে তাকে ৷ প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে ও পরে আরও কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে ৷ সেই সময় হাতের আংটি এবং গলার চেন বাধ্য হয়ে খুলে ওই যুবকদের হাতে দিয়ে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান তিনি।
জলপাইগুড়ির মতো শহরে সন্ধ্যা রাতে এমন ঘটনায় কার্যত স্তম্ভিত জেলা শাসকের দপ্তরের ঐ কর্মী ৷