বকেয়া ডিএ-র দাবিতে কলকাতায় যৌথ মঞ্চের বিক্ষোভ মিছিল

সঞ্চারী সাহা , এনএফবিঃ

মহামান্য উচ্চ আদালতের রায় মেনে এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ প্রদান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ক্ষেত্রে শূন্যপদে স্থায়ী এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাণী রাসমনি রোড অবধি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ৷ সারা বাংলার বিভিন্ন জেলা তথা আলিপুরদুয়ার, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া , হাওড়া এবং হুগলি থেকে শিক্ষক সংগঠন,শিক্ষাকর্মী,শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, সরকারি কর্মচারী, চিকিৎসক, নার্স পঞ্চায়েত পুরসভা লাইব্রেরির কর্মীরা সহ প্রায় দশ হাজার সদস্য এই প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন ৷বক্তব্য রাখেন ২৮ টি সংগঠনের প্রতিনিধিরা ৷

স্মারকলিপি প্রদান

জনগণের দ্বারা, জনগণের জন্য জনগণের সরকার বলা হলেও তা প্রকৃত অর্থে কতটা জনগণের জন্য কাজ করতে পারছে তা এখন প্রশ্নচিহ্নের মুখে ৷ যেকোন সরকারের ই কার্যক্ষমতার বাস্তবায়ন ঘটে সরকারি কর্মীদের কাজের মাধ্যমে ৷ আর এখন বেশিরভাগ সরকারি দপ্তরই কর্মীর অভাবে ধুঁকছে ৷ শিক্ষকের অভাবে সরকারি স্কুল বন্ধের মুখে, বেসরকারি স্কুলে পড়ানোর ক্ষমতা সকলের নেই, ফলে সাধারণ মানুষের সন্তানদের শিক্ষা গ্রহণ আজ অনিশ্চয়তার মুখে ৷ চিকিৎসক, নার্স এবং পরিকাঠামোর অভাবে হাসপাতাল গুলিতে মুমূর্ষু রোগী সঠিক পরিষেবা পাচ্ছেনা ৷ লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত, কিন্তু যোগ্যতম ব্যক্তিরা সঠিক নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ তাও স্বচ্ছ নিয়োগ সংক্রান্ত কোন আশার আলো দেখা যায়নি ৷ আবার যারা প্রকৃত অর্থে মেধার ভিত্তিতে কাজে যোগদান করছে তাদের প্রাপ্য পাওনাটুকু থেকেও আজ তারা বঞ্চিত ৷ এদিকে মেলা, খেলা, কোটি কোটি টাকার বিজ্ঞাপন সহ মার্কারি ভেপারের অত্যুজ্জ্বল আলোর নীচে ত্রিফলা বাতির অপচয় , রঙকরা সরকারি অফিস, স্কুলগুলিকেও ফের রঙ করে অর্থের অপচয় হচ্ছে ৷ আর বেতনভুক কর্মচারীদের প্রাপ্য বেতনের মহার্ঘ্যভাতা না দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ফন্দি এঁটে তা আটকে দেওয়া হচ্ছে ৷

এই সমস্ত অবিচারের বিরুদ্ধেই প্রবল প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করেই আজ সরকারের যাবতীয় দুর্নীতি, অপদার্থতা , টাকা তছরুপ প্রসঙ্গ তুলে প্রতিবাদে মুখরিত হল রাজপথ ৷ সর্বোপরি,যৌথ মঞ্চের প্রতিনিধি সন্দীপ ঘোষ, কিঙ্কর অধিকারী এবং শ্রীবাস দেওয়ালীর পক্ষ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ, সেন্ট্রাল ডিভিশন রূপেশ কুমারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় বকেয়া ডিএ এবং শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে ৷

তথ্য ও ছবি সহায়তাঃ অরূপ কুমার দে