এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
করোনাত্তোর প্রথম অফলাইন উচ্চ মাধ্যমিকপরীক্ষায় মেদিনীপুর জেলার পড়ুয়ারা অনেকেই রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে ৷
এই বছর উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে সায়নদীপ সামন্ত ৷ সে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ অর্থাৎ ৯৯.০৪ শতাংশ৷ তৃতীয় হয়েছেন পরিচয় পারি , সে ও জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র ৷ তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে ৯৯.০২ শতাংশ৷ চতুর্থ হয়েছে জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের তিন ছাত্র ৷ তারা হল যথাক্রমে সৌমদ্বীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্দা তাদের প্রাপ্ত নিম্বর ৪৯৫ অর্থাৎ ৯৯ শতাংশ৷
স্বভাবতই জেলার এই অভানীয় ফল সকলের নজর কেড়েছে ৷