এনএফবি, শিলিগুড়িঃ
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল আজ অর্থাৎ শুক্রবার। এদিন ফলপ্রকাসব করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করলো শিলিগুড়ির জুনাইনা পারভিন। সে সারদা শিশুতীর্থ(হাইস্কুল) এর ছাত্রী। খুশি জুনাইনা এবং তার পরিবারের সদস্যরা।
জুনাইনা পারভিন বলে ,” এই সাফল্যে খুবই আনন্দ হচ্ছে আমার। এতোটা ভাবিনি, সকালে সবাই টেনশনে ছিল কি হবে না হবে। এরপর স্কুল থেকে ফোন আসে যে আমি অষ্টম হয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এখনও বিশ্বাস করতে পারছি না আমি অষ্টম স্থান অধিকার করেছি। অনলাইনে স্কুল খুব সাপোর্ট করেছে তা নাহলে এতোটা আসতে পারতাম না। প্রত্যেকদিনের পড়া প্রতিদিন করে নিতাম আলাদা করে চাপ নিতাম না যে ভাল রেজাল্ট করতেই হবে। পড়াটাকে আমি পড়ার মতো করেই পড়তাম ভালবেসে পড়তাম।”
এছাড়াও জুনাইনা আরও জানায়, “মেডিক্যাল নিয়ে পড়তে চাই। আমার হবি গান করতে আর গল্পের বই পড়তে ভালোবাসি। এই সাফল্যের পেছনে আমার বাবা-মা স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং টিউশন শিক্ষকদের অবদান রয়েছে। সবাই ভাল ভাবে আমাকে গাইড করেছে।”