‘কেষ্টা ব্যাটাই চোর’ – আমূলের নজর কাড়া জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা ঘিরে উন্মাদনা আপামর বাঙালির

সঞ্চারী সাহা, এনএফবিঃ

আজ শ্রীকৃষ্ণের জন্মোৎসব সারা দেশে উদযাপন করা হচ্ছে ৷ আর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে ৷ সাম্প্রতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে জন্মাষ্টমীর সকালে আমূল মাখনের বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে ৷

শ্রীকৃষ্ণ তথা ছোট্ট গোপালের মাখন চুরি করে খাওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায় সেই প্রাচীন কাল থেকে ৷ আবার রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুরাতন ভৃত্য কবিতায় লিখেছিলেন,’ ভূতের মতন চেহারা যেমন,নির্বোধ অতিঘোর / যা কিছু হারায়, গিন্নি বলেন , কেষ্টা বেটাই চোর ৷” আর মাখনের বিজ্ঞাপনে সেখান থেকেই লাইন তুলে আনল আমূল ৷ জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তায় আমূল মাখনের ছবির পাশে লেখা ” কেষ্টা ব্যাটাই চোর “

সমকালীন পরিস্থিতির নিরিখে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ এই লাইনটি যে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তা আপামর বাঙালির মনে একটু হলেও মজার উদ্রেক করেছে ৷ অনেকেই ব্যবসায়িক প্রচারে বিজ্ঞাপন কে মাধ্যম করে জনগণের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করে ৷ তবে একঘেয়ে সাদামাটা বিজ্ঞাপনের নিরিখে সময়োপযোগী বিজ্ঞাপন টি একটু হলেও যে আলাদা তা বলার অপেক্ষা রাখেনা ৷