এনএফবি, কলকাতাঃ
গরুপাচার মামলায় বুধবার অনুব্রত মন্ডলকে আবারও তলব করেছে সিবিআই। এ বার বাড়ি এসে সমন দিয়ে গেল সিবিআই। মঙ্গলবার সকালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়ে কেষ্টকে সমন দিয়ে আসেন সিবিআই আধিকারিক। যদিও এ বিষয়ে অনুব্রত মুখে কুলুপ এঁটেছেন।
গত সোমবার কেষ্টকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু অসুস্থতার জন্য সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না,বলে কেষ্ট তদন্তকারী সংস্থাকে জানান।
যদিও সোমবার এসএসকেএম হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তাঁর যে সমস্যা তাতে তাঁকে চিকিৎসাজনিত কারণে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
এনিয়ে দশমবার সিবিআইয়ের ডাক পড়েছে অনুব্রতকে। ইতিমধ্যে কেষ্টর দেহরক্ষী সেহগালকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানতে পেরেছে সিবিআই বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই সেহগালের সাথে অনুব্রতের তথ্যের অমিল হলেই তাকে গ্রেফতার করা হবে বলে মনে করছে সিবিআই। বুধে কেষ্ট যাত্রা সিবিআই দফতরে হয় কিনা সেই দিকেই নজর সকলের।