স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
কলকাতা লিগের সুপার সিক্সের সূচি প্রকাশ করল আইএফএ।২৫ সেপ্টেম্বর থেকে কলকাতা লিগের সুপার সিক্স শুরু। এদিন নৈহাটি স্টেডিয়ামে নামছে ইমামি ইস্টবেঙ্গল ও খিদিরপুর। একই দিনে মহামেডান-এরিয়ানের বিরুদ্ধে নামছে কল্যানী স্টেডিয়ামে।
২৬ তারিখে এটিকে মোহনবাগান নামছে ভবানীপুরের সঙ্গে। তবে সবুজ মেরুন ব্রিগেড খেলবে কিনা সেই বিষয়ে এখনও অনিশ্চিয়তা। আইএফএ চেষ্টা করছে মোহনবাগানকে নামানোর জন্য। ২৮ সেপ্টেম্বর ভবানীপুর স্পোর্টিং নামবে মহামেডানের বিরুদ্ধে কল্যাণীতে। ২৯ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল নামবে এরিয়ানের বিরুদ্ধে নৈহাটিতে। সেদিনই আবার এটিকে মোহনবাগানের ম্যাচ আছে কল্যাণীতে খিদিরপুরের বিরুদ্ধে। এদিকে ৭ অক্টোবর শুরু আইএসএল। আর আইএসএলের মাঝে অন্য টুর্নামেন্টে নামতে গেলে এফএসডিএলের কাছে আবেদন করতে হয়। তাই পুজোর পরে কী হবে দুই প্রধানের খেলা কী হয় প্রশ্ন থাকছে! আপাতত আইএফএর ভাবনায় আছে ১৬ অক্টোবর ইস্টবেঙ্গল -মহামেডান মিনি ডার্বি যুবভারতীতে করা । খিদিরপুর ও ভবানীপুর ম্যাচ ১৭ অক্টোবর দমদম অমল দত্ত স্টেডিয়ামে করা। ২০ অক্টোবর এটিকে মোহনবাগান এরিয়ান ম্যাচ মোহনবাগান মাঠে করা। ২৩ অক্টোবর ইস্টবেঙ্গল মাঠে ভবানীপুর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ করানো এদিনেই খিদিরপুরের নামার কথা কল্যাণীতে এরিয়ানের বিরুদ্ধে। ২৬ অক্টোবর মহামেডান আর মোহনবাগান মিনি ডার্বি হতে পারে যুবভারতীতে। ২৭ অক্টোবর ভবানীপুর বনাম এরিয়ান ম্যাচ দেওয়া হয়েছে অমল দত্ত স্টেডিয়ামে। ২ নভেম্বর খিদিরপুর আর মহামেডান ম্যাচ। যেহেতু ক্রীড়া মন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন পুজোর আগে তিন প্রধানের খেলায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই ম্যাচ গুলো জেলায় হচ্ছে।
এদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই আবার আইএফএ-এর সঙ্গে পথ চলা শুরু করল টেকনো গ্রুপের এসএনইউ (সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি) কলকাতা লিগে তারা স্পনসর করবে। বুধবার মধ্য কলকাতার হোটেল হিন্দুস্থানে আইএফএ-এসএনইউ-এর পথচলা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেল। উপস্থিত ছিলেন -এসএনইউ -এর আচার্য ও কর্ণধার সত্যম রায় চৌধুরী, ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টপাধ্যায়, আইএফএ –এর চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বান দত্ত। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন,”গত দুই বছর সেই ভাবে লিগ হয়নি। যেটা হয়েছে প্রিমিয়ারের ১২টা দল নিয়ে লিগ হয়েছে। এবার পূর্ণাঙ্গ লিগ হচ্ছে। এর সঙ্গে এই প্রথম বয়স ভিত্তিক লিগ শুরু করতে পেরেছি। গত দুই বছরে লিগ করার পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছিল। এবার লিগ শুরু করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি। তারপর আবার এক মাস দেরিতে লিগ শুরু করতে হয়েছে। অনির্বান দত্ত সবে মাত্র তিন মাস হল আইএফএ সচিব পদে বসেছেন। অনির্বান ভাল ছেলে, ভাল কাজ করছে। ডায়ানেমিক ছেলে। ওকে আমাদের সময় দিতেই হবে। তবে এসএনইউ যেভাবে আইএফএ-এর সঙ্গে যুক্ত হল তার জন্য সত্যম রায় চৌধুরীকে আমার অসংখ্য ধন্যবাদ। তাঁকে একবার পাশে থাকার জন্য বলতেই সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন। আমরা কৃতজ্ঞ। এসএনইউ-কে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আলোচনাও হয়েছে। আমরা সেই লক্ষ্য নিয়েই নতুন করে পথ চলা শুরু করলাম।”