এনএফবি বিনোদনঃ
একটা মুদিখানা দোকানের ছেলে অরুন, পাশের পাড়ার বৌদি পাপিয়ার প্রেমে পড়ে. তাদের অনেক দিনের ইচ্ছা দুজনে একান্ত ভাবে সময় কাটাবে, তারপর তারা প্ল্যান করে দীঘা যায়.
কিন্তু দীঘাতে গিয়ে অরুন দেখে, সেখানে তারই পাড়ার দাদা শ্যামলদা দীঘা ঘুরতে এসেছে! এখান থেকে অরুনের সমস্যা শুরু হতে থাকে। অরুন ওই পাসের পাড়ার বউদিকে নিয়ে দীঘার হোটেলের রুমে আটকে পড়ে। ভয়ে বেরোতে পারে না, পাছে শ্যামল দা দেখে নেয়। আবার যেই হোটেলে অরুন আর পাপিয়া থাকে, ওখানে একটা অপরিচিত লোক বিভিন্ন ভাবে তাদের ভয় দেখাতে থাকে। কিন্তু পাপিয়ার চাপে অরুনকে বাইরে বেরতেই হয়। আর যেখানে বাঘের ভয়, সেইখানেই ঘটির বিসর্জন হয়! বেশ কিছু মজাদার মুহূর্তে শ্যামলদার সাথে দেখা হতে হতে অরুন বেঁচে যায়. এই ভাবে একটা দিন জান ছাড়িয়ে পেরিয়ে যায়!
কিভাবে অরুন আর পাপিয়া শ্যামলদার থেকে লুকিয়ে, নির্ভিগ্নে নিষিদ্ধ প্রেমালাপ করে প্রথমবার দীঘা ঘুরতে পারে, সেই নিয়ে এই দম ফাটানো হাঁসির গল্প “দীঘাতে প্রথম বার.”
অরুনের চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল (Mirakkel) এবং “ও অভাগী” খ্যাত কৃষ্ণ ব্যানার্জি
পাপিয়ার চরিত্রে শ্রেয়সী বিশ্বাস
শ্যামলদার চরিত্রে জনপ্রিয় টেলিভিশন ও ফিল্ম অভিনেতা অরুনাভ দত্ত
অপরিচিত আগন্তুকের চরিত্রে মানস সামন্ত
গল্প টি লিখেছেন ইমন চক্রবর্তী
পরিচালনা করেছেন কৃষ্ণ ব্যানার্জি
প্রযোজক মানস সামন্ত
এই ছবিটি আগামি রবিবার 26 May 2024 “সিনেমা ঠেক” নামক ইউটিউব চ্যানেলে দেখা যাবে.